
তীব্র ক্ষুধার্ত মানুষের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে: নতুন রিপোর্ট
গত বছর বিশ্বে ২৯ কোটি ৫০ লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছিল, বিভিন্ন স্থানে সংঘাত ও সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ ২০২৫ সালেও এ অবস্থার কোনো পরিবর্তন হবে না বলে আশঙ্কা মানবাধিকার দাতব্য সংস্থাগুলোর৷ শুক্রবার জাতিসংঘ সমর্থিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে৷ ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ২৮ কোটি ১৬ লাখ৷