নাবিক ভর্তির প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে নৌবাহিনী।
গত ১৫ এপ্রিল ২০২৫ হতে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি(নৌ) ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে ২০২৫ খুলনার হোটেল সুইট প্যালেসে অভিযান চালিয়ে নাবিক ভর্তি সংক্রান্ত প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী ।
অভিযানকালে উদ্ধার করা হয় প্রতারণার শিকার ৩৮ জন চাকরি প্রার্থীকে, যাদের কাছ থেকে নেওয়া হয়েছিল ৮ থেকে ১৫ লক্ষ টাকা, ব্যাংকের ব্ল্যাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এমনকি ব্যক্তিগত মোবাইল ফোনও। হোটেলেই চালানো হচ্ছিল ভুয়া স্বাস্থ্য পরীক্ষা ও চোখের কালার ব্লাইন্ড টেস্ট। প্রতারক চক্রের আটককৃত সদস্যদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। প্রতিটি ধাপ সম্পূর্ণ নিরপেক্ষ, আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। সতর্ক থাকুন, সচেতন থাকুন। সৎ, যোগ্য ও মেধাবী তরুণরাই নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ লাভ করে। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।