
আহমেদ রাজিব রাজু নামের একজন এ্যাডভোকেট প্রতারককে সন্ধন পাওয়া গিয়েছে। একজন বিচারকের স্বাক্ষর চুরি করে জেলে যায়। জেলে যাবার পর বিডিআরের বন্দিদের সাথে সম্পর্ক হয়। জেলখানায় বিডিআরদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছিলো তার চুরির সাজা শেষ হবার পর বিডিআরের সবাইকে জেল থেকে বের করবেন। সাজা শেষে বের হয়ে বিডিআরের আর খবর নেয়নি এই প্রতারক। সম্প্রতি সরকারি সিদ্ধান্তে যখন বিডিআরের সদস্যরা জামিনে বের হতে শুরু করেছে এই চোর তখন বিডিআরের জামিন পাওয়া লোকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিচ্ছে। তার দাবি সে নাকি বিচারককে মোটা অঙ্কের ঘুষ দিয়ে জামিন করাচ্ছেন।বিচারকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি হলে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক আর যদি সত্যি না হয় তাহলে দ্রুত এই প্রতারককে আইনের আওতায় আনা হোক। বিডিআরের সদস্য কাছে অনুরোধ বিচারক টাকা নেক অথবা না নেক আপনাদের জামিনে বিচারক বা এই প্রতারকে হাত নেই।