আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে৷ আজ শনিবার বেলা তিনটার পর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা৷ আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীদের এই জমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে৷
বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন৷ তাঁরা সবাইকে সুশৃঙ্খলভাবে সড়কের ওপর বসে পড়তে আহ্বান জানান৷
সারজিস আলম সবার উদ্দেশে বলেছেন, ‘আজকে এক মাইক থেকে এক লক্ষ্যে কর্মসূচি পালিত হবে৷ কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না৷’

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.