
জেলা প্রতিনিধি,নেত্রকোণা
দু:স্থ-অসহায় মানুষের সেবায় নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প। দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বুধবার (২১ মে) উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এই ক্যাম্প পরিচালিত হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির।
এই ক্যাম্পে বিনামূল্যে সকল প্রকার চক্ষু রোগের চিকিৎসা ও চশমা বিতরণ করা হয়। এছাড়া রোগীদের ছানী অপারেশনের ব্যবস্থাও করা হয় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে। এতে পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা গ্রহীতারা জানান, বিনামূল্যে চিকিৎসা পেয়ে তারা খুব উপকৃত হয়েছেন। সেবা নিতে আসা রহিমা বেগম বলেন,আমি বিনামূল্যে চশমা পেয়েছি। এখন সবকিছু পরিস্কার দেখতে পাচ্ছি। আগে দূরের জিনিস ঝাপসা দেখতাম।
অপর রোগী হাসমত আলী বলেন,আমি কার্ড পেয়েছি। ডাক্তার সাহেব আমাকে পরীক্ষা করে ছানি অপারেশনের কথা বললেন। বিনা খরচে আমার চোখের ছানি অপারেশন করা হবে।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করে ডা. শাদমান ইশরাক ভূঁইয়া বলেন,প্রত্যন্ত অঞ্চলে এসে মানুষকে চিকিৎসা সেবা প্রদান করতে পেরে নিজেরাও সম্মানিত বোধ করছি।
দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রূপন কুমার সরকার বলেন,সমাজের দু:স্থ মানুষের কল্যাণে,তাদের সেবায় আমাদের প্রতিষ্ঠান সর্বদা নিয়োজিত। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত এই গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আর্তমানবতার সেবায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।