ঠিকমতো খাবার না মেলায় গাজার শিশুদের শরীর শুকিয়ে আসছে, কোটর থেকে বেরিয়ে আসছে চোখ। গাজার কেন্দ্রস্থলে একটি আশ্রয়কেন্দ্রে ৬ বছরের মেয়ে নাজওয়ার মুখে খাবার তুলে দিচ্ছেন মা ইসলাম হাজ্জাজ।
গাজা উপত্যকাকে যন্ত্রণাময় দুর্ভিক্ষের মুখে ফেলেছে ইসরাইলের অবরোধ। সেখানে ৫ লাখ ফিলিস্তিনি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে। এমনটি জানিয়েছে এক পর্যবেক্ষণ সংস্থা। সোমবার প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন ইনিশিয়েটিভ- আইপিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা এখনও ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। যুদ্ধে সেখানকার প্রায় ২১ লাখ মানুষের বিশাল একটি অংশ এখন চরম খাদ্য সংকটে রয়েছে।