এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে ২০ জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। আজ সোমবার (১৯ মে) বেলা ১ টায় আয়োজিত এ কর্মসূচিতে ১৫ জনকে হুইলচেয়ারসহ ট্রাইসাইকেল, ওয়াকার, রোলেটর এবং কর্নার চেয়ার সরবরাহ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কনসালটেন্ট ডা. আরিফুর রহমান। সহায়তা পেয়ে অনেক প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। উপকরণগুলো তাদের চলাফেরায় সুবিধা এনে দেবে বলে আশা প্রকাশ করেন উপকারভোগীরা। এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা আরিফুর রহমান প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরন এবং যেকোনো সহযোগিতা প্রদানে রোগীদের আশ্বস্ত করেন।।
Read more