
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশে থাকা অবৈধ ভারতীয়দের আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে। সম্প্রতি ভারত যেভাবে পুশইন ইন করেছে সেটা আইন অনুযায়ী হয়নি।
শনিবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বোয়েসিং খালের সংযোগস্থলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে “বোয়েসিং ভাসমান বিওপি’ এর উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ভারত সুন্দরবনের জলসীমানাসহ বিভিন্ন সীমান্তে পুশইন করছে। পুশইনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত মান্দারবারি সীমান্ত এলাকা দিয়ে পুশইন করেছিল সেখানে আমি পরিদর্শন করেছি। ভারতকে আমরা জানিয়েছি- আমাদের কোনো বাংলাদেশি যদি তাদের (ভারতে) ওখানে থেকে থাকে তাহলে প্রোপার চ্যানেলে পাঠান। যেমন ভারতের যারা বাংলাদেশে আছে তাদের আমরাও প্রোপার চ্যানেলে পাঠাই। আমরা কাউকে পুশইন করি না।
তিনি বলেন, গতকাল (শুক্রবার) আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত পুশইনের চেষ্টা করেছিল কিন্তু বিজিবির সাথে, আনসার এবং স্থানীয় জনগণের সহায়তায় ভারত পুশইন করতে পারেনি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত পুশইন করতে পারবে না। বিজিবির সঙ্গে জনগণ এবং সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতা দরকার।
উপদেষ্টা বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানীর দায়িত্বপূর্ণ সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ-ভারত জল সীমান্ত সুরক্ষায় ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক, আরবিজি কোম্পানীর অধিনায়ক, বিজিবির অন্যান্য পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে বিজেপির সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।
বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বালাদেশ (বিজিবি) পরিচালিত এই ভাসমান বিওপি একটি স্বয়ং সম্পূর্ণ অপারেশনাল প্লাটফর্ম, যা জল সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করবে।